Sunday, 24 September 2023

৫ বছর পর সৌদি-কানাডা সম্পর্ক স্বাভাবিক

Editor: CanBangla
Thursday, 25 May 2023 96

অনলাইন ডেস্ক : পাঁচ বছর বিচ্ছিন্ন থাকা পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে কানাডা ও সৌদি আরব। কানাডা নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর পর রিয়াদ জানিয়েছে, নতুন কূটনীতিকের নাম দ্রুত জানিয়ে দেয়া হবে।


সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।    


স্থানীয় সময় বুধবার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করা হয়, কানাডা ও সৌদি আরব তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ ও বিনিময় করবে। পাঁচ বছর বিরতির পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে দু’দেশ।


সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, অটোয়ার সঙ্গে রিয়াদের সম্পর্ক পুনরায় চালু করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোপারেশনের (এপেক) পার্শ্ববৈঠকে দু’দেশের শীর্ষনেতাদের আলোচনার ভিত্তিতে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করেছে কানাডা ও সৌদি আরব।


সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের পর্যায়ে ফিরিতে আনার সিদ্ধান্ত নিয়ে রিয়াদে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কানাডা।


কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্যঁ-ফিলিপ্পে লিনটেউকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এর আগে, দুবাইতে কানাডার কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।


এর আগে, ২০১৮ সালে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয় রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের বিরুদ্ধে। এই বিরোধ চরমে আসলে সৌদি অটোয়া থেকে তার রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে নেয়। সেই সঙ্গে রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।


এর পর সৌদি আরব বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কানাডায় সৌদি এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল করে দেয়।


সূত্র: আরব নিউজ