Monday, 04 December 2023

সরকারি দামে মিলছে না কিছুই, আবার বেড়েছে মুরগির দাম

Editor: CanBangla
Friday, 22 September 2023 195

অনলাইন ডেস্ক : বাজার নিয়ন্ত্রণে গেল সপ্তাহে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেখানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, দেশী পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ টাকা আর প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে ১২ টাকা করে। কিন্তু এর কোন প্রভাবই পড়েনি বাজারে।


বাজারে ডিম, আলু, পেঁয়াজের কোনটিই মিলছে না সরকারের বেঁধে দেয়া দামে। আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেশিতে। দাম বেড়েছে সব ধরনের মুরগির। সবজির দাম কিছুটা কমলেও, মাছের বাজার চড়া। সাধ থাকলেও, ইলিশ কেনার সাধ্য নেই সাধারণ মানুষের। 


ডিমের দাম ডজনে ৫ থেকে ৬ টাকা বেশি হলেও নির্ধারিত দামের ধারে কাছেও নেই আলু-পেঁয়াজ । ক্রেতাদের অভিযোগ, যথাযথ জায়গায় অভিযান না চালানোর কারণে নিয়ন্ত্রণের বাইরে সব খাদ্যপণ্যের দাম। 


এদিকে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লারসহ সবধরণের মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। আর ভরা মৌসুমেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ। দাম না কমার জন্য ইলিশ রপ্তানিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।


দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী প্রবণতায় জীবনযাপন কঠিন হয়ে পড়ছে- অভিযোগ বাজারে আসা ক্রেতাদের। সঠিক মনিটরিং না হওয়াকেই এর কারণ বলে মনে করছেন ক্রেতারা।