শুটিংয়ে দগ্ধ আঁখিকে নেওয়া হলো কেবিনে
Editor: CanBangla
Wednesday, 01 February 2023 120

বিনোদন ডেস্ক : নাটকের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পল্লবীতে একটি নাটকের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়।
বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী। আঁখিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘আঁখির অবস্থা মোটামুটি ভালো। আজকে দেখতে গিয়েছিলাম। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) তার ড্রেসিং খোলা হবে।’
আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির জানান, ‘পরিস্থিতি খারাপের দিকে গেছে কিছুটা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।’