Wednesday, 31 May 2023

শাহরুখ-করণের জন্য বাধ্য হয়ে বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা: কঙ্গনা

Editor: CanBangla
Tuesday, 28 March 2023 111

বিনোদন ডেস্ক : বলিউড ছেড়ে হলিউডে একের পর এক চমক দিচ্ছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে নিন্দুকদের কাছ থেকে নানা কটাক্ষও শুনতে হচ্ছে তাকে। নিন্দুকদের কথায়, যে বলিউড তাকে জনপ্রিয় করল, সেই বলিউডকেই তিনি ভুলে গেছেন!


কিন্তু ইচ্ছে করেই কি আর বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা! রীতিমতো বাধ্য হয়েছিলেন বলিউডের ছাড়তে। বলা ভালো, তাকে বাধ্য করা হয়েছিল। যে সময় প্রিয়াঙ্কার ক্যারিয়ার তুঙ্গে ঠিক সেই সময়ই বলিউড ছাড়েন তিনি। তা হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন অভিনেত্রী?


এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন কথা ফাঁস করেছেন।


অভিনেত্রী বলেন, ‘বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেয়া হয়েছিল। আমাকে ভাল চরিত্রে নেয়া হচ্ছিল না। আমার সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মানুষের ঝামেলাও হয়েছিল। আর আমি এসব এখন পছন্দ করি না। আমি নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমেরিকায় এসে গান গাইলাম। তবে বুঝলাম অভিনয়টাই আমি ভাল পারি, গান নয়। কিন্ত গানের জন্য পরিচিত পেয়েছিলাম। পরে একের পর এক অডিশন দিয়ে অভিনয়ে সুযোগ পাই।’


প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে পড়ে করণ জোহরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। সঙ্গে শাহরুখ খানের প্রতিও। অভিনেত্রীর দাবি, এই দুজনেই জন্যই বলিউড ছাড়তে বাধ্য হয়েছেন প্রিয়াঙ্কা। 


এ নিয়ে এক টুইটে কঙ্গনা লিখেন, ‘প্রিয়াঙ্কা একাই নায়কদেরকে জব্দ করছিল, সেটা সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ। তাই পরিকল্পনা করে প্রিয়াঙ্কাকে একঘরে করা হয়। এই বিষয়ে শাহরুখও ছিল প্রথম সারিতে। প্রিয়াঙ্কা তাই বাধ্য হয় বলিউড ছাড়তে। তবে প্রিয়াঙ্কা হল কুইন। কাজের মধ্যে দিয়েই যুদ্ধ জিতেছে সে।’