Wednesday, 31 May 2023

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

Editor: CanBangla
Wednesday, 24 May 2023 16

বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। আর এ তথ্য গায়ক নিজেই নিশ্চিত করেছেন।


বুধবার (২৪ মে) সন্ধ্যায় ৬টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইমরান। স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা তিনটি ছবিও পোস্ট করেছেন গায়ক।


এদিন ইমরান ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’


‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর, আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে, ইনশাআল্লাহ।’


তিনি আরও লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’


সবশেষ এ গায়ক সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আমার জীবনের বিশেষ এই দিনের জন্য উপযুক্ত সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা।’


২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। তারপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোয়ে পারফর্ম করতে থাকেন এ গায়ক।