বাবা-মা হলেন রাজ-পরী
Editor: CanBangla
Wednesday, 10 August 2022 1309

বিনোদন ডেস্ক : মা–বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি।
শরিফুল রাজ নিজেই গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে জানান, মা ও নবজাতক দুজনই এখন সুস্থ আছেন।
প্রসঙ্গত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রথম দেখা হয় এই জুটির। সেখান থেকেই প্রণয়ে জড়িয়ে পড়েন তারা।