Wednesday, 31 May 2023

দ্রব্যমূল্য আরও বাড়বে, জানালেন বাণিজ্যমন্ত্রী

Editor: CanBangla
Sunday, 22 January 2023 282

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। সেই প্রভাব পড়ে বাংলাদেশেও। দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোয় নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যায়।  

নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, এর মধ্যেই বেড়ে যায় বিদ্যুতের দাম। এরপর বাড়ানো হয় গ্যাসের দামও। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পর সেই প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়বে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার দুপুরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে বাণিজ্যমন্ত্রী জানালেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ ও পণ্যের দাম কিছুটা বাড়বে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য কিছুটা বাড়বে। সরকার  শিল্প-কারখানায় ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করছে। ভর্তুকির টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। তাই এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে। তারপর সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। দাম কমানোর কোনো উপায় রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।’

পবিত্র মাহে রমজানে জোরদার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।’

ভোক্তাদের রমজানের আগেই বাজারে হুমড়ি খেয়ে না পড়তে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাজারে সরবরাহ ঠিক থাকবে যদি ভোক্তারা রমজান শুরুর আগেই বাজারে হুমড়ি না খায়। তখন চাপও পড়বে না। বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

তিনি আরও বলেন, ‘অসচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। একবার রমজান শুরু হওয়ার আগে এবং একবার রমজানের মাঝামাঝি সময়ে টিসিবির পণ্য পাবেন কার্ডধারী উপকারভোগীরা। তবে কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান, পরিচালক আবু হেনা মো. রেজওয়ানুল করিম প্রমুখ।