দু’সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ
Editor: CanBangla
Friday, 19 May 2023 15

অনলাইন ডেস্ক : নিত্যপণের বাজারে অস্থিরতা এখন নিত্যদিনের। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। কাঁচাবাজার থেকে মুদিপণ্য কোথাও স্বস্তি নেই।
আবারও বেড়েছে আলু, পেঁয়াজ, চিনি, ডিম, আদা, জিরার দাম। পণ্যভেদে দাম বেড়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। পেঁয়াজের ভরা মৌসুম হলেও মাত্র দু-সপ্তাহের ব্যবধানে দিগুণ বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে।
কয়েক দিন আগের ২৫ টাকার আলু বিক্রি হচ্ছে এখন ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আদা ও জিরার বাজারও অস্থির। দু'মাস আগের ৪৫০ টাকা কেজি জিরার দাম এখন ৮০০ টাকা, আর কেজিতে ১২০ টাকা পর্যন্ত বেড়ে আদা বিক্রি হচ্ছে ৩৫০ টাকার বেশি দরে। সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজনে ১০ টাকা।
আর মাছের দামও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। বাজারে এসে দিশেহারা বেশিরভাগ ক্রেতা। তবে, ব্রয়লারসহ সবধরনের মুরগির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।