Wednesday, 31 May 2023

টুইটারকে ‘টিটার’ করে দিলেন ইলন মাস্ক!

Editor: CanBangla
Wednesday, 12 April 2023 68

অনলাইন ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন। এবার সেই আলোচনায় যুক্ত হলো টুইটারের লোগো থেকে ‘ডব্লিউ’ মুছে দেওয়ার খবর।


যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদরদপ্তরের ভবনের দেয়ালে বড় করে ইংরেজিতে ‘টুইটার’ লেখা বোর্ড রয়েছে। সম্প্রতি সেই বোর্ডে টুইটারের ‘ডব্লিউ’ মুছে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কৌতুহলের শেষ নেই। অনেকেই মন্তব্য করেছেন, হয়তো ফটোশপ করে এমনটি করা হয়েছে। কিন্তু ঘটনাটি যে সত্য সেটি নিশ্চিত করেছেন ইলন মাস্ক নিজেই।


এক টুইটে মাস্ক বলেন, ‘সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদরদপ্তরের যিনি ভূমিকর্তা তার দাবি, আইনত আমরা টুইটার সাইন থেকে কখনও ‘ডব্লিউ’ সরাতে পারব না, সে কারণে আমরা ডব্লিউয়ের ওপর ব্যাকগ্রাউন্ডের রং মেরে দিয়েছি, সমস্যা শেষ!’


এদিকে ‘ডব্লিউ’ মুছে দেওয়ার ফলে টুইটার লোগো হয়ে উঠেছে টিটার (titter)। ব্যবহারকারীরা বলছেন, টুইটারের ‌‘ডব্লিউ’ কেন কিছুদিন ধরে অস্পষ্ট দেখাচ্ছিল, তা এবার বোঝা গেল।