চীনের সামরিক মহড়ার বাড়াবাড়ি সংঘাত ডেকে আনতে পারে, তাইওয়ানের হুঁশিয়ারি
Editor: CanBangla
Saturday, 23 September 2023 110

অনলাইন ডেস্ক : তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী দ্বীপ রাষ্ট্রটিকে ঘিরে চীনের সামরিক কার্যক্রম বাড়ানোকে অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই কার্যক্রম অনিচ্ছাকৃতভাবেই সংঘাতের সূচনা করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বলেছেন, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
গত কয়েক সপ্তাহে তাইওয়ান ঘিরে চীনের ডজনখানেক যুদ্ধ ও বোমারু বিমান, ড্রোন, যুদ্ধ জাহাজ ঘোরাফেরা করছে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কু-চেং শনিবার বলেছেন, এটা দুর্ঘটনাজনিত সংঘাতের ঝুঁকি তৈরি করছে। কিছু সময় এ নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন থাকি।
চিউ কু-চেং বলেছেন, ‘বিমান, জাহাজ ও অস্ত্র ঝুঁকি বাড়িয়েছে। উভয় পক্ষেরই এদিকে মনোযোগ দেওয়া উচিত।’
সূত্র: আল জাজিরা