Wednesday, 31 May 2023

গুচ্ছ নিয়ে উত্তাল জবি, উপাচার্য কক্ষে শিক্ষকদের অবস্থান

Editor: CanBangla
Monday, 03 April 2023 99

অনলাইন ডেস্ক : গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র পরীক্ষার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ না করা এবং কেন্দ্রীয় কমিটি গঠন না করায় সোমবার ( ৩ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন করে এবং মানবন্ধন শেষে উপাচার্যের কক্ষে অবস্থান করে তাদের দাবি তুলে ধরেন।


উপাচার্য কক্ষে শিক্ষক নেতৃবৃন্দসহ মানববন্ধনে অংশ নেওয়া সবাই ১ ঘণ্টার মত অবস্থানের পর উপাচার্য গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থার আশ্বাস দেন। উপাচার্য জানান আগামী ৫/৬ তারিখ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভর্তি কমিটি হবে। ৮ তারিখ সিন্ডিকেট সভার পরে ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া হবে।


মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, গুচ্ছ এমন একটি প্রক্রিয়া যা কোনো গবেষণা ছাড়াই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ চাপিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। আর সবচেয়ে লজ্জার বিষয় হলো গত ১৫ মার্চ একাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্তগুলো কার্য বিবরণীতে বিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এককভাবে নেওয়ার দাবিতে মানববন্ধন করছি দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন হবে বলে জানান তারা।


মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, উপাচার্য আমাদের আজকের দাবিগুলো মেনে নিয়ে ৫/৬ তারিখে বিশেষ একাডেমিক সভার আহ্বান করেছেন। ওই একাডেমিক সভায় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একটি কেন্দ্রীয় কমিটি ও ইউনিট ভিত্তিক কমিটি গঠন করে আগামী ৮ এপ্রিল সিন্ডিকেট সভায় সেগুলো উপস্থাপন করা হবে।


গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিল (৬৪-তম) সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২৯ মার্চ অনুষ্ঠিত সাধরণ সভার সিদ্ধান্ত মোতাবেক বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২ এপ্রিল এর মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেয়ার জন্য উপাচার্যকে গত ২৯ মার্চ লিখিতভাবে জানানো হয়। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ২ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় ৩ এপ্রিল মানববন্ধন কর্মসূচি পালন করার আল্টিমেটাম দিয়েছিল জবিশিস। 


এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচীতে প্রায় ৩০০ শতাধিক শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


জবি ও গুচ্ছ নিয়ে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ৮ এপ্রিল সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে, সিন্ডিকেট সভায় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।