Wednesday, 29 March 2023

গুচ্ছতে থাকছে সেকেন্ডটাইম, পরীক্ষার হল পছন্দ দিতে হবে একটি

Editor: CanBangla
Thursday, 07 April 2022 1231

অনলাইন ডেস্ক : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে  দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার পরীক্ষার্থীরা একটিমাত্র পরীক্ষা কেন্দ্র পছন্দ করবেন। সেখানেই পরীক্ষা দেবেন তারা।

আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কনফারেন্স রুমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন সভা শেষে বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব ভিসিগণ এ বিষয়ে একমত পোষণ করেছেন। ভর্তি বিজ্ঞপ্তির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, এবার পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে একটিমাত্র কেন্দ্র পছন্দ করতে পারবেন। সেখানেই পরীক্ষা দেবেন তারা।

আজ সভায় ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজা বেগম- এর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভিসিগণের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের ৩টি বিশ্ববিদ্যালয় নতুন করে গুচ্ছতে নাম লিখিয়েছে। মোট গুচ্ছে অংশগ্রহণ করবে ৩২টি বিশ্ববিদ্যালয়।