ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪
Editor: CanBangla
Monday, 28 November 2022 172

অনলাইন ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, চলতি বছর ক্যামেরুনে ভারী বর্ষণে কয়েক দফায় বন্যা হয়েছে। ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।