Monday, 04 December 2023

কানাডার টরন্টোতে মুসলিম বিদ্বেষী হামলায় আটক ২

Editor: CanBangla
Friday, 19 May 2023 176

অনলাইন ডেস্ক : কানাডায় মুসলিম বিদ্বেষী আলাদা দুটি হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী।  


স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মে) কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশ টরন্টো এলাকার দুটি মসজিদে মুসল্লিদের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী ঘৃণা-ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।


পুলিশ জানায় চলতি বছর ৫ এপ্রিল ভোর বেলা ফজরের নামাজের সময় ওই যুবক মসজিদের গাড়ি পার্কিং লটে মুসল্লিসহ তাদের গাড়িতে হামলা চলায়। মসজিদের কর্মীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান এবং পাশ্ববর্তী এলাকায় একইভাবে আরেকটি মসজিদে হামলা চালায়।


এর দুদিনপর (৭ এপ্রিল) একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে হামলার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলা হয়।


টরন্টো থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে কিচেনার শহরে এই ঘটনা ঘটে। সেখানে তিনি কয়েকজন প্রবাসীকে লক্ষ্য করে ঘৃণামূলক মন্তব্য করেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।