Wednesday, 29 March 2023

করোনায় টানা ৬ দিন মৃত্যুশূন্য দেশ

Editor: CanBangla
Sunday, 10 April 2022 754

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এর মধ্য দিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য থাকল দেশ। আর নতুন করে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এই সময়ে শূন্য দশমিক ৮০ শতাংশের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিনে এই হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।