Monday, 04 December 2023

ঐশ্বরিয়াকে নিয়ে কানাকানি

Editor: CanBangla
Monday, 23 May 2022 20522

বিনোদন ডেস্ক : গত কয়েক মাস ধরেই দফায় দফায় জল্পনা। ফের নাকি মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন! সে খবরে অবশ্য সিলমোহরও দিতে পারেননি কেউই। এবার ‘কান’-এ যেতেই নতুন করে কানাঘুষা শুরু রাই-সুন্দরীকে নিয়ে। সে চর্চা নিজেই উস্কে দিলেন বচ্চন পরিবারের বউমা। বরাবরই ‘কান’-এ সকলের নজরে থাকে ঐশ্বরিয়ার সাজ। প্রতি বছরই তাতে নিত্য নতুন চমক নিয়ে হাজির হন অভিনেত্রী। কোনো বার নজরকাড়া গাউনে, কখনো বেগুনি লিপস্টিকে, কখনো বা গয়নার কায়দায় রীতিমতো চর্চায় থাকেন রাই-সুন্দরী। তাতেই যেন এবারে ছন্দপতন! ফ্যাশন-সচেতন অনুরাগীদের চোখে কেমন যেন অদ্ভুত ঠেকেছে ঐশ্বরিয়ার সাজ। আর তাতেই ফের নতুন করে জল্পনার সূত্রপাত। রেড কার্পেটে রাই-সুন্দরীকে দেখে অনেকেই বলছিলেন, ঐশ্বরিয়া দ্বিতীয়বার মা হতে চলেছেন

আর তাতে ধামাচাপা দিতেই এবার এমন বেখাপ্পা সাজ! সেই কানাকানি আরও বাড়লো ‘কান’ থেকে ফিরতেই। স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বইয়ে পৌঁছেছেন ঐশ্বরিয়া। ঢিলেঢালা কালো টপ, তার উপরে প্রায় আলখাল্লার ধাঁচে লম্বা ঝুলের জ্যাকেট। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি ছড়াতেই মন্তব্যের বন্যা। কেউ লিখছেন, এতো অন্তঃসত্ত্বাই মনে হচ্ছে ঐশ্বরিয়াকে! কারও আবার রসিকতা, ভারতে কী আজকাল বেশি ঠাণ্ডা পড়ছে? বচ্চনদের দেখে মনে হচ্ছে বরফ পড়ছে দেশে! কিন্তু যা রটছে, তা কি ঘটছেও? জবাব দেবে কে!