Sunday, 24 September 2023

ইউক্রেনে রুশ রকেট হামলায় নিহত ১৩

Editor: CanBangla
Wednesday, 10 August 2022 1091

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কেন্দ্রীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর রকেট হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টাইন রেজনিচেঙ্কো এ তথ্য জানিয়েছেন।   

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, নিপ্রোপেত্রোভস্ক অঞ্চেলের সামরিক প্রশাসনের প্রধান স্থানীয় সময় বুধবারে এক টেলিগ্রাম পোস্টে লেখেন, নিকোপোল জেলার মিরিভস্কা ও মারহানেট শহর দুটির আবাসিক এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ৮০টি রকেট আঘাত হানে। এতে ১৩ জন মারা যায়।  

রাশিয়ার দখল নেওয়া জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন নিপ্রো নদীর তীরে অবস্থিত মারহানেটস শহরটি।

রেজনিচেঙ্কো বলেন, ওই হামলায় ২০টিরও বেশি বহুতল ভবন, একটি সাংস্কৃতিক কেন্দ্র, দুটি স্কুল, সিটি কাউন্সিল ভবন এবং আরও বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, রকেট হামলার কারণে মারহানেটসে কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন এবং মেরিভস্কায় এক হাজার মানুষ গ্যাস সংযোগবিচ্ছিন্ন অবস্থায় ছিল।