Sunday, 24 September 2023

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন দীপিকা

Editor: CanBangla
Monday, 29 May 2023 113

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বলে জানালেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। ‘শ্বশুরাল সিমার কা’ ধারাবাহিকের জনপ্রিয় এ অভিনেত্রী চলতি বছরের জানুয়ারি মাসেই ঘোষণা দেন, শিগগিরই মা হতে যাচ্ছেন তিনি।


সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়েছে দীপিকার। ২০১৮ সালে সংসার শুরু করেন তারা। বিয়ের পর ‘বিগ বস ১২’-তে অংশগ্রহণ করেন। ওই বছরই বিজয়ী হন তিনি। এরপর ২০২০ সালে ‘কহা হম কহা তুম’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। তারপর আর টেলিভিশনে দেখা যায়নি এ তারকাকে।


দীপিকাকে দীর্ঘ তিন বছর পর্দায় দেখা না গেলেও ব্যক্তিজীবনে বেশ ভালো রয়েছেন তিনি। এখন মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। আর এ সুখবর দেয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন। অভিনয় থেকে বিদায় নিতে যাচ্ছেন। বাড়িতে থেকে সন্তানকে মানুষ করতে চান বলে জানিয়েছেন দীপিকা।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর, চলতি বছরের ২২ জানুয়ারি সাদা পোশাকে মাথায় ‘ড্যাড টু বি’ ও ‘মম টু বি’ টুপি পরে সোশ্যালে ছবি পোস্ট করে সন্তান আগমনের কথা জানান। যদিও সহ-অভিনেতা শোয়েবকে বিয়ে করায় অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি।


প্রশ্ন উঠে, আসলেই কী সন্তানসম্ভবা দীপিকা? এছাড়া শোয়েবকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন নিয়েও নানা সমালোচনায় হয়। এ তারকা জুটিও নিন্দুকদের কড়া জবাব দেন। এবার সরাসরি অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন।


এদিকে এ অভিনেত্রীর অবশ্য একটি ইউটিউব চ্যানেল রয়েছে। বর্তমানে ভ্লগার হিসেবেও খ্যাতি রয়েছে তার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক ছোট থেকে কাজ শুরু করেছি। একটানা ১০-১৫ বছর কাজ করলাম। এবার বাড়ি থেকে সন্তান মানুষ করতে চাই। নিজের ইচ্ছার কথা শোয়েবকে জানাতে চাই।